সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রশাসক কমিটি (CoA) ভেঙে দিল সুপ্রিম কোর্ট। যে কমিটি গঠন করা হয়েছিল ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য। এক্ষেত্রে কেন্দ্রের আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, প্রশাসক কমিটির আর কোনও ক্ষমতা থাকবে না। এরপাশাপাশি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে এআইএফএফ-এর নির্বাচন। নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। সেই সঙ্গে নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। তৈরি হবে ৩৬ সদস্যের ভোটার তালিকা।

এখনও ঝুলে রইল ভারতীয় ফুটবলের ভবিষ্যত। গত ১৫ আগস্ট মধ্যরাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য নির্বাসিত করা হয় ভারতীয় ফুটবলকে। তবে সোমবার নির্বাসন তোলার পথে কিছুটা হলেও এগোল ভারতীয় ফুটবল। এদিন, এআইএফএফ-এর সিওএ কমিটি ভেঙে দিল সুপ্রিম কোর্ট। রবিবার রাতে সিওএ-কে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল কেন্দ্র। ফিফার সমস্ত দাবি মেনে নিতে চেয়েছিল তারা। সিওএ-র হস্তক্ষেপ তুলে নিতে যেমন আবেদন করেছিল, তেমনই প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছিল তারা।
সোমবার ছিল এআইএফএফ সংক্রান্ত শুনানি।সেই শুনানিতে এদিন দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, সিওএ-এর আর কোনও ক্ষমতা থাকবে না। এরপাশাপাশি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল এআইএফএফ- এর নির্বাচন। আগস্টের শেষ সপ্তাহে নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নির্বাচন পরিচালনা করবেন ফেডারেশনের কার্যনির্বাহী সচিব। তৈরি করা হবে ৩৬ সদস্যের ভোটার তালিকা। ভোটের প্রক্রিয়া সম্পন্ন হলে সুপ্রিম কোর্টে শুনানি হবে আগামী ১২ সেপ্টেম্বর।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
















































































































































