প্রোমোটিং ঘিরে বিবাদ! নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৮

0
1

প্রোমোটিং নিয়ে বিবাদের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।  গুরুতর অসুস্থ অবস্থায় কিরণ দেবী নামে আট মাসের ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কলকাতা মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:আজ দুর্গাপুজোর নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক

রবিবার পূর্ব কলকাতার নারকেলডাঙা এলাকায় প্রমোটিং-এর কাজ শুরুর সময় আইনি জটিলতার জেরে ঝামেলার সূত্রপাত হয়। পরিবারের এক শরিক না থাকায় সেখানে আইনি জটিলতা দেখা যায়। ফলে কাজ শুরুতে বাধাপ্রাপ্ত হন প্রোমোটার। এরপর সেই শরিককে ডেকে পাঠান তিনি। কিন্তু তিনি যাননি। এরপরই প্রোমোটারের লোকেরা ওই পরিবারের উপর চড়াও হয়। শিবশংকরবাবুর স্ত্রী বাধা দিতে গিয়ে আহত হন। অভিযোগ তাঁদের ছেলে দীপককে প্রচণ্ড মারধর করার পর লাথি মারা হয় দীপকের অন্তঃসত্ত্বা স্ত্রীকে।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেওয়া হবে। নারকেলডাঙায় শরিকের সঙ্গে থাকে শিবশংকর দাসের পরিবার। তাঁর দাবি, চারজনের মধ্যে একজন ছাড়া বাকিরা তাঁদের বাড়ি প্রোমোটারের হাতে দিতে রাজি। কিন্তু যাঁর নামে চুক্তি, তিনি ব‌্যক্তিগত কারণে বাড়ি থেকে চলে যান। এর মধ্যে প্রোমোটার তাঁর লোকজন নিয়ে বাড়ি তৈরির ব‌্যাপারে চাপ দিতে থাকেন।আর তাতেই ঝামেলা বাধে।