নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের গ্রেফতার!

0
1

রাজ্য তথা দেশ জুড়ে বাড়ছে নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা। এবার কড়া পদক্ষেপ করল পুলিশ (Police)। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার ২ যুবককে নিয়ে এবার তল্লাশিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। হাওড়ায় বাঁকড়ায় (Bankra) ফ্ল্যাট ভাড়া নিয়ে কোচিং সেন্টার চালাত ধৃত ২ যুবক বলে জানা যাচ্ছে। তবে পুলিশের সন্দেহ , এই কোচিং সেন্টারের আড়ালে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কাজকর্মের ব্লু প্রিন্ট তৈরি করতেন তাঁরা । এবার কোচিং সেন্টারের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালাল এসটিএফের (STF) আধিকারিকেরা।

অন্যদিকে অসমের (Assam)গোলাপাড়া জেলা থেকেও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মদত দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। পাশাপাশি বাংলাদেশ থেকে নাশকতামূলক কাজের উদ্দেশ্যে ভারতে আসা ব্যক্তিদের সবরকমের সাহায্য করার অভিযোগ ওই দুজনের বিরুদ্ধে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত এবং কীভাবে সক্রিয় হচ্ছে এই নিষিদ্ধ সংগঠনের নেটওয়ার্ক তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।