‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, মমতা-অভিষেকের ছবিসহ শহরে পোস্টার

0
1

দিন কয়েক আগে অভিষেকের ছবিসহ কয়েকটি পোস্টার ছেয়ে গিয়েছিল কলকাতা শহরে। যেখানে ডাক দেওয়া হয়েছিল ‘নতুন তৃণমূলের’। এর ঠিক পর এবার আরও এক পোস্টার নজরে পড়ল শহরবাসীর। যেখানে লেখা ‘পুরাতনই ভিত্তি নতুনই ভবিষ্যৎ’। পোস্টারে একত্রে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই পোস্টারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বেশ কিছু পোস্টার শহরে দেখা যায়। যেখানে লেখা ছিল, “আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।” কোনওটিতে আবার লেখা ছিল “চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪-এর লড়াই।” মমতাকে বাদ দিয়ে শুধু অভিষেকের ছবি দেওয়া এই পোস্টার রাজনীতিতে জল্পনা বাড়িয়ে তোলে। বিরোধীরা কটাক্ষ করে নবীন-প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলে। এপ্রসঙ্গে তখন কুণাল ঘোষ জানান, ‘আশ্রিতা ও কলরব’ নামের কোনও সংগঠন দিয়েছে। অভিষেকের কোনও সমর্থক তাঁর উদ্ধৃতি তুলে পোস্টার দিয়েছে। তাতে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকাটাই স্বাভাবিক। একইসঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে, এবং আগামী দিনেও চলবে।

তারপর এবার মমতা অভিষেকের ছবিসহ নয়া পোস্টার প্রকাশ্যে এলো যেখানে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। এই পোস্টটার প্রসঙ্গে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই পোস্টারও দলের তরফে দেওয়া হয়নি। এটি দিয়েছে সিটিজেনস ফোরাম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে। আমি এখনও দেখিনি। কিন্তু এটা ভাল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে এবং থাকবে।”