বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টি (Rain) হয়েছে গোটা রাজ্যজুড়ে। স্বভাবতই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবনের (flood) আশঙ্কা তৈরি হয়েছে। ঝাড়গ্রামের (jhargram) বিভিন্ন এলাকা জলমগ্ন। তার মধ্যেই গালুডি থেকে ছাড়া হল ৫ লক্ষ কিউসেক জল। ফুঁসছে সুবর্নরেখা (Subarnarekha), জল বাড়ছে ডুলুং, কংসাবতীতেও (kongsaboti)।
গত তিন দিনের টানা বৃষ্টির জেরে দাসপুরের (Daspur) বিভিন্ন এলাকা জলমগ্ন। শিলাবতীতে বাড়ল জলস্তর। জলের তোরে নাড়াজলে কাঠের সেতু ভেঙেছে, ইতিমধ্যে বিচ্ছিন্ন দাসপুরের ১০ থেকে ১২টি গ্রাম। ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দাসপুর- ঘাটালের সঙ্গে চন্দ্রকোনার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।