সিবিআইয়ের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ দিলীপের, পাত্তা দিচ্ছে না তৃণমূল

0
2

ফের বিস্ফোরক বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার সিবিআইয়ের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ তুলে সরব তিনি। জানিয়েছেন, গত কয়েক বছর ধরে বাংলায় সিবিআই ‘সেটিং’ করে চলছিল। আর এই সেটিংয়ের বিষয় বুঝতে পেরেই অর্থমন্ত্রক ইডিকে নামিয়েছে।

দিলীপ ঘোষের অভিযোগ, ’ইডি পোষ মানবে না, কামড়াবে। যাঁরা সেটিং করেছেন, তাঁরাই এখন ইডির তদন্ত নিয়ে আপত্তি করছেন। আদালতে যাচ্ছেন। প্রশ্ন করছেন, কেন ইডি তদন্ত করবে?’ তবে দিলীপের আক্ষেপ, রোগ যতটা কড়া সেইমতো ওষুধ পড়ছে না।
রবিবার কলকাতার এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হলেও তার এফেক্ট পড়ছিল না।
দিলীপবাবু যাই অভিযোগ করুন না কেন, পাত্তা দিচ্ছে না তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দিলীপ ঘোষ আগে নিজের দল সামলান। নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। যেভাবে দিলীপ ঘোষকে শুভেন্দু সুকান্ত সাইট করে দিয়েছে তাতে খবরে ভেসে থাকার জন্য এরকম বকছেন।