করোনা (Corona)নিয়ে উদ্বেগ পুরোপুরি না কমলেও কিছুটা হলেও মিলল স্বস্তি। শনিবার দৈনিক সংক্রমণের হার ছিল ৪.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়াল ৩.৭৫ শতাংশ । সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (Maharastra)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central health ministry) তরফ থেকে যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৩৯। তবে সুস্থতার হার তুলনামূলক ভাবে বেশি । একদিনে সুস্থ হয়েছে প্রায় ১২ হাজার ৭৮৩ জন। দেশে মোট সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ২১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে।
করোনা নিয়ে কিছুতেই দুশ্চিন্তা কাটছে না। গত কয়েকদিনের তুলনায় সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনও করোনা গ্রাফ দৈনিক ১০ হাজারের উপরেই রয়েছে। চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৫৫ জন। এরপর রয়েছে কর্নাটক , সেখানে এক দিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১৩ জন, এরপর রয়েছে রাজধানী দিল্লি, তারপর কেরল ও হরিয়ানা। এখনও পর্যন্ত দেশে ২০৯ কোটি ৬৭ লক্ষ ৬ হাজার ৮৯৫ টিকাকরণ হয়েছে।














































































































































