দু’দিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে জারি করা হল লুকআউট নোটিস। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিল্লি আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আরও ১৩ জনের বিরুদ্ধে এই সার্কুলার জারি হয়েছে। এই নোটিসের জেরে তদন্ত চলাকালীন বিদেশে যেতে পারবেন না সিসোদিয়া।
আরও পড়ুন:স্পাইসজেটের বিমানে বিপত্তি, চালকের লাইসেন্স বাতিল করল DGCA
শুক্রবার, জন্মাষ্টমীর সকালে সিসৌদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা ধরে দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়।তল্লাশির শেষে সিসোদিয়া জানান, ‘‘সকালে সিবিআই আমার বাড়িতে এসেছিল। ওরা তল্লাশি চালিয়েছে, আমার কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করেছে। এ ছাড়া কিছু ফাইল নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। আমি এবং আমার পরিবার তদন্তকারী আধিকারিকদের পূর্ণ সহযোগিতা করেছি। আগামী দিনেও তা করা হবে। আমি কোনও দুর্নীতি করিনি। তাই আমি ভয় পাই না।’’ পাশাপাশি তিনি এও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে।