জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার

0
3

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচেও জয় ভারতের। জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারাল কে এল রাহুলের দল। এই জয়ের ফলে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার। সিরিজের ফলাফল ২-০।

জিম্বাবোয়েকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নিল কেএল রাহুলের টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি সহজেই জিতে নিল তারা। ভারতের প্রথম ম্যাচে ১০ উইকেটে জেতার পর এদিনও সহজেই জিতল টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ব্যাট করতে নেমে পুরো ৫০ অভারি খেলতে পারেনি জিম্বাবোয়ে। ৩৮.১ ওভারেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। জিম্বাবোয়ের রান মাত্র ১৬৭। একটা সময় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবোয়ে।তাদের হয়ে ভাল ব্যাট করেন সিন উইলিয়ামস। ৪২ বলে ৪২ রান করে দীপক হুডার বলে আউট হন তিনি। রেয়ান ব্রুল ৪৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। রাজা ও কাইয়া ১৬ দুই জনেই ১৬ রান করে আউট হন। এছাড়া কেউই রান পাননি। ভারতের হয়ে ৩ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, কুদীপ যাদব এবং দীপক হুডা।

ওপেন করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরলেও আগের ম্যাচে ওপেন করেননি কেএল রাহুল। তবে এদিন করলেন। যদিও বেশি কিছু করতে পারেননি। ৫ বল খেলে ১ রান করে আউট হন তিনি। গত ম্যাচের দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমন গিল ভাল ব্যাট করেন। ২১ বলে ৩৩ রান করে আউট হন ধাওয়ান। ৩৪ বলে ৩৩ রান করে ফেরেন গিল।

এই জুটি আউট হওয়ার পর দীপক হুডা ও সঞ্জু স্যামসন দলের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। ৩৬ বলে ২৫ রান করেন হুডা। ৩৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন স্যামসন। ১৩ বলে মাত্র ৬ রান করে আউট হন ইশান কিষান। ২৬তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।

আরও পড়ুন:লর্ডসেই শেষ ম‍্যাচ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন : সূত্র