গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সোনালী চক্রবর্তী ( Sonali Chakraborty )। বহুদিন পর টেলিভিশনের পর্দায় এসেছেন তিনি। শুটিং করছিলেন, দিব্যি ঠিকই ছিলেন। তাহলে হঠাৎ কী হল?
জানা গিয়েছে, লিভারের সমস্যায় ভুগছেন সোনালি চক্রবর্তী। পেটে জল জমেছে। সেই কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব লিভার প্রতিস্থাপন করতে হবে তাঁর। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে চেন্নাই নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পরিবারের।

নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী। খলনায়িকার চরিত্রে বেশ কয়েকটি ছবিতে দাগ কেটেছেন তিনি। বেশ অনেকদিন পর টেলিভিশনে কামব্যাক করেছেন অভিনেত্রী। সম্প্রতি গাঁটছড়া সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে তাকে। গাঁটছড়ার অন্যতম মুখ্য চরিত্রে খড়ি, দ্যুতি ও বনির জেঠিমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ছোটপর্দায় তাঁর কামব্যাক দেখে খুশি ছিলেন অনেকেই। আপাতত অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন- নরেন্দ্র মোদি ও মহিলা আইএএসকে ‘কুকথা’, যোগীরাজ্যে সাসপেন্ড কনস্টেবল




 
 
 
 
 
































































































































