প্রয়াত প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

0
1

প্রয়াত প্রাক্তন ফুটবলার সমর বন্দ্যোপাধ্যায় (Samar Banerjee)। কলকাতা ময়দানে যিনি বদ্রু বন্দ্যোপাধ্যায় (Badru Banerjee) নামে পরিচিত। মৃত্যুকালে প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ানের বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কয়কদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দল সেমিফাইনালে পৌঁছেছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল জগতে।

গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের জন‍্য মেডিক্যাল বোর্ডও তৈরি হয়। দুজন নিউরোলজিস্টও তাঁর চিকিৎসা করছিলেন। সিটি স্ক্যানে মস্তিষ্কে রক্তক্ষরণও দেখা যায়। জানা যাচ্ছে, এরপর বদ্রু বন্দ্যোপাধ্যায়কে এমার বাঙ্গুর নিউরোসায়েন্সে স্থানান্তরিত করা হয়। রাজ্যের যুব ও ক্রীড়া দফতর এবং মোহনবাগান ক্লাবের সহযোগিতায় অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয় হাসপাতালে।

১৯৫২-৫৯ সাত বছর মোহনবাগানের হয়ে খেলেছেন বদ্রু। ১৯৫৬ সালে মেলবোর্ন অলিম্পিক্সে দেশের হয়ে খেলেছিলেন প্রাক্তন এই স্ট্রাইকার। সে বছর অলিম্পিক্সে চতুর্থ হয় ভারত।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস