আসন্ন ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলতে চলেছে ভারতীয় মহিলা দল। চোট সারিয়ে সেই দলে সুযোগ পেয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সেই সিরিজ খেলেই ক্রিকেটে থেকে বিদায় নিতে চলেছেন বাংলার ঝুলন, এমনটাই খবর বিসিসিআই (BCCI) সূত্রে।

সূত্রের খবর,নির্বাচকেরা ঝুলনের সঙ্গে ভারতীয় দলের অগ্রসর হওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। আসলে, তাঁরা ঝুলনকে দলে চাইছেন না, সেটা বুঝিয়ে দিয়েছেন। বিনিময়ে বিসিসিআই ভারতীয় মহিলা ক্রিকেটে তাঁর পরিষেবাকে সম্মান জানানোর জন্য বিদায়ী ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে।
২০০২ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল ঝুলনের। দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে তিনি ১২টি টেস্ট, ২০১টি একদিন এবং ৬৮টি টি-২০ জাতীয় দলের জার্সিতে খেলেছেন। মিতালি রাজের পাশাপাশি তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের মুখ হয়ে উঠেছিলেন। তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট নিয়েছেন ঝুলন।
আরও পড়ুন:বদ্রু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর















































































































































