প্রেসিডেন্সি জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) নিয়ে আসা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chaterjee)। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে বসার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, তিনি তৃণমূল দলের সঙ্গে ছিলেন এবং দলের সঙ্গেই থাকবেন। শুধু তাই নয়, তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই ভালো নয় সে কথাও এদিন জানান তিনি।
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে তল্লাশি ও বিপুল টাকা উদ্ধারের পর বর্তমানে প্রেসিডেন্সি জেলই পার্থর ঠিকানা। মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি সরানো হয়েছে দলের সমস্ত দায়িত্ব থেকে। শনিবার জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে আনা হয়েছিল পার্থকে। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের তরফে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে জানতে চাওয়া হয়। উত্তরে অপসারিত মন্ত্রী বলেন, ”শরীরটা ভাল নেই।” চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরোনোর সময়, ফের প্রাক্তন মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, ”দাদা শরীর কেমন আছে?” এবার কিন্তু পার্থ দিলেন একেবারে আলাদা গতের উত্তর, বললেন, ” বারবার তো বলেছি, দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’! চারদিকে তখন পুলিশে-পুলিশে ছয়লাপ, পার্থ আর কিছু বলতে পারার আগেই গাড়ি রওনা দেয় প্রেসিডেন্সি জেল-এর উদ্দেশ্যে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পার্থর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কিছু নেই, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও নেই। প্রাক্তন মন্ত্রীর পা ফুলে গিয়েছে, বুক ধড়ফড় করছিল। চিকিৎসকরা তাঁর পায়ের এক্স-রে করেন, করা হয় ইউরিক অ্যাসিড-এর পরীক্ষাও। কিন্তু চিন্তা করার মতো কিছু পায়নি এসএসকেএম। চিকিৎসকরা জানিয়েছেন, যেহুতু অনেকদিন তেমনভাবে হাঁটাচলা করছেন না পার্থ, তাই পা ফুলছে। স্থূলতাও পা ফোলার অন্যতম কারণ। ডায়াবিটিস ও হাই-ব্লাড প্রেশারের ওষুধ তিনি যেমন খাচ্ছিলেন, তেমন খেয়ে যেতে হবে।