১) শনিবার ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ আইলিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড। প্রথম ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে সর্তক বাগান কোচ জুয়ান ফেরান্দো।
২) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়ন জমা দিলেন ভাইচুং ভুটিয়া। শুক্রবার মনোনয়ন জমা দেন ভারতের প্রাক্তন ফুটবলার। শুক্রবার ছিল জমার দেওয়ার শেষ তারিখ। একাধিক প্রার্থীকে সভাপতি পদের জন্য লড়তে দেখা যাবে বলে সূত্রের খবর।
৩) ছিনতাই হলো বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেওনডস্কির ঘড়ি। ন্যু’ক্যাম্প থেকে অনুশীলন ছেড়ে ভক্তদের সই দেওয়ার সময় লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি ছিনতাই হয় বলে অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।
৪) ইতিহাস গড়লেন ভারতের জাতীয় মহিলা দলের ফুটবলার মনীষা কল্যাণ। সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিস এফসির হয় উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামেন মনীষা। আর মাঠে নামতেই ইতিহাস গড়লেন তিনি।
৫) প্রয়াত বদ্রু বন্দ্যোপাধ্যায় । মৃত্যুকালে ভারতের এই প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ানের বয়স হয়েছিল ৯২ বছর। গত প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন তিনি। শনিবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন অলিম্পিয়ান।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ