আদালতে অনুব্রতর জামিনের আবেদন তাঁর আইনজীবীর

0
1

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আজ পেশ করা হচ্ছে আসানসোল আদালতে (Assansole Court)। দশ দিনের হেফাজতের পরে এবার আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এর মধ্যেই অনুব্রত মন্ডলের জামিনের আবেদন করলেন তাঁর আইনজীবী। আইনজীবীর তরফে বলা হয়েছে নানা ধরনের শারীরিক সমস্যা আছে অনুব্রত মন্ডলের। সে ক্ষেত্রে তাঁকে জামিন দিলে তাঁর সঠিকভাবে চিকিৎসা করানো সম্ভব। আপাতত সিবিআই (CBI) হেফাজতে আছেন অনুব্রত। বিচারক রাজেশ চক্রবর্তীর (Rajesh Chakraborty) বেঞ্চে এই জামিনের আবেদন বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর এই আবেদনের বিরোধিতা করতে চলেছে তাঁরা। অন্তত দিন চারেকের হেফাজতের জন্য পাল্টা আবেদন করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।

উল্লেখ্য সিবিআই হেফাজতে নিজাম প্যালেসে গত ১০ দিন ধরে আছেন অনুব্রত মণ্ডল। আজ শনিবার সকালে তাকে আদালতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।