ছিনতাই লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি, ধৃত দুষ্কৃতি

0
3

ছিনতাই হলো বার্সেলোনার ( Barcelona) স্ট্রাইকার রবার্ট লেওনডস্কির (Robert Lewandowski) ঘড়ি। ন‍্যু’ক‍্যাম্প থেকে অনুশীলন ছেড়ে ভক্তদের সই দেওয়ার সময় লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি ছিনতাই হয় বলে অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

এক স্প‍্যানিস সংবাদপত্রের খবর অনুযায়ী, ক্লাবের অনুশীলন শেষে মাঠের বাইরে ভক্তদের সই দিচ্ছিলেন লেওনডস্কি। ছবি তুলছিলেন তাঁদের সঙ্গে। তিনি গাড়িতে বসেই জানলার কাচ খুলেই ভক্তদের সই দিচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ এক ব্যক্তি লেওনডস্কির ঘড়িটি ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ইতিমধ্যে ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

এই নিয়ে লেওনডস্কি বলেন, “পুরো ঘটনায় আমিও অবাক হয়ে গিয়েছিলাম। এভাবে ঘড়ি চুরি হতে পারে, ভাবতেই পারছি না। তবে পুলিসকে ধন্যবাদ দিতে চাই। ওঁদের জন্যই আমার মূল্যবান জিনিস ফেরত পেলাম।”

আরও পড়ুন:শনিবার ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ জুয়ানের