ভালো নেই বিখ্যাত কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয় নি। এখনও পর্যন্ত লাইফ সাপোর্টেই (Life Support)আছেন বিখ্যাত কমেডিয়ান। তাঁর পরিবারের তরফে বলা হয়েছে কোনও রকমের গুজব যেন না ছড়ান হয়। রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব (Sikha Srivastav) জানান, তাঁর স্বামী একজন যোদ্ধা এবং তাঁর অনুরাগী, পরিবার সকলের বিশ্বাস তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাঁর ভক্তদেরও ইতিবাচক মনোভাব রাখার অনুরোধ করেছেন শিখা শ্রীবাস্তব। ১০ অগাস্ট জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন স্টান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। কমেডিয়ান হিসেবে গোটা দেশের মন জয় করে নিয়েছেন রাজু শ্রীবাস্তব , কিন্তু এখন জীবনের সবথেকে কঠিন লড়াই লড়তে হচ্ছে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে (AIIMS Hospital, Delhi)। গত ১৪ অগাস্ট সামনে এসেছিল রাজুর এম আর আই রিপোর্ট। সেখানে দেখা যায় রাজু শ্রীবাস্তবের স্নায়ু এখনও ঠিকভাবে কাজ করছে না। এই সময়টা কমেডিয়ানের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। প্রত্যেকেই তাঁর আরোগ্য কামনা করছেন। তবে এখনও কোনও আশার কথা শোনাতে পারেন নি তাঁর চিকিৎসকেরা।