Hooghly: জন্মাষ্টমীতে জোড়া গোপালের পুজো চন্দননগরে

0
1

শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী (Janmastami)তিথি পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ উৎসবের মেজাজ। হুগলি (Hooghly) জেলার চন্দননগরের বারাসতের একটি বাড়িতে মহা ধুমধাম করে আজ গোপালের আবির্ভাব তিথি (Lord Krishna’s birthday celebration)পালিত হল। পরিবারের গৃহবধূরা যথেষ্ট আগ্রহ আর উৎসাহ নিয়ে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেন। তিথি মেনে বৃহস্পতিবার রাত ১২ টার কিছু পরেই অষ্টমী তিথি পড়েছে। সেই মতো আজ শুক্রবার সকাল থেকেই বাংলার ঘরে ঘরে প্রিয় গোপালের পুজোর আয়োজন ।

পাচ রকমের ফল, মিষ্টি, পাচ রকমের ভাজা, সঙ্গে নাড়ু,তালের বড়া,পায়েস, মালপোয়া রান্না করা হয়েছে চন্দননগরের বারাসতের একটি বাড়িতে। ভোগ হিসেবে কৃষ্ণকে খিচুড়ি নিবেদন করা হয়েছে। পাশাপাশি গোপালের প্রিয় খাবার রেঁধে নৈবেদ্য নিবেদন করেন বাড়ির মহিলারা। সব মিলিয়ে ছোট থেকে বড়, পরিবারের প্রতিটি সদস্য আজ ব্যস্ত মধুসূদন বন্দনায়।