তেমন ভারী বৃষ্টি না হলে বর্ষার মরসুম শুরু হয়েছে বাংলায়। দক্ষিণে হালকা বৃষ্টির দেখা মিলছে। তবে উত্তরবঙ্গ কার্যত ভেসেছে প্রবল বৃষ্টিতে। আর এই মরশুমে রাজ্য জুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন অনেকেই।শুক্রবার জরুরী ভিত্তিতে ডেঙ্গু নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক ডাকল।উপস্থিত থাকবেন সব সিএমএইচ ও ডিএম। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব।পাশাপাশি কোভিড ভ্যাকসিন-সহ একাধিক ইস্যুতে বৈঠক। রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমণ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।
জানা গিয়েছে, হাওড়া ও কলকাতা নিয়ে চিন্তিত নবান্ন। তার জেরেই এই বৈঠক ডাকা হয়েছে। ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে নবান্নের আধিকারিকদের। ২০২০, ২০২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, যা নিয়েই চিন্তিত স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ ই অগাস্ট থেকে ১৭ ই অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল ৫৪৮। শুধু তাই নয়, নবান্নের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে গত ১৭ই অগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটি ৪১৮৪। যা নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। নবান্ন সূত্রে খবর, বিশেষভাবে পাঁচটি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে।









 
































































































































