এবার কেন্দ্রীয় সরকারের(central government) ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে(ichapur rifle factory) চাকরি দেওয়ার নামে ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল বিজেপি(BJP) নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম সঞ্জয় প্রসাদ(Sanjay Prasad)। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির বিজেপি পরিচালিত ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। গোটা ঘটনা ওই বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।

বেলঘরিয়ার বাসিন্দা জয়ন্ত দাস রাইফেল ফ্যাক্টরিতে নিজের মেয়ে পিয়ালীর চাকরির জন্য চেষ্টা করছিলেন। আর সেই সূত্রেই পূর্ব পরিচিত বিজেপি নেতা সঞ্জয়কে ১১ লক্ষ টাকা দেন জয়ন্ত। তবে সময়সীমা পেরিয়ে গেলেও চাকরি দিতে পারেননি ওই বিজেপি নেতা। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে অভিযোগকারীর চাপে কাশিপুর রাইফেল ফ্যাক্টরি থেকে চাকরির নথি দিয়েছিলেন বলে অভিযোগ। তবে সেই নথি জাল ছিল বলে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি।
গোটা ঘটনায় বেলঘড়িয়া ও নোয়াপাড়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জয়ন্ত। পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও দায়ের করা হয় অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিজেপি নেতা সঞ্জয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










































































































































