নেতৃত্ব নিয়ে ধোনি-বিরাট-রোহিতদের মধ‍্যে তুলনা টানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়

0
11

নেতৃত্ব নিয়ে কারও সঙ্গে কারও তুলনা টানতে নারাজ বিসিসিআই সভাপতি ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বুধবার এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন মহারাজ। নেতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ভারতীয় দলে এখন নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। রোহিতের আগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, এবং বিরাট কোহলি। তাদের হাত ধরে টিম ইন্ডিয়া সাফল্য পেয়েছে ভুড়ি ভুড়ি। রোহিতও কী সেরকম সাফল্য পাবে? বিসিসিআই সভাপতি তুলনা টানতে নারাজ। সৌরভ বলেন, “আমার পর মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। এখন রোহিত শর্মা দিচ্ছে। কারও সঙ্গে কারও তুলনা করা সম্ভব নয়। পরিবেশ, পরিস্থিতি প্রজন্ম বদলে যায়।”

একজন নেতার সব থেকে বড় গুণ কী? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “সিদ্ধান্ত নেওয়ার সহজাত ক্ষমতা। নিজের সিদ্ধান্ত মতো এগিয়ে যাওয়া এবং ভয়ডরহীন মানসিকতা। চাপের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয় এক জন নেতাকে। আত্মবিশ্বাস দরকার। সাহসী হতে হয়। সময়ের আগে ভাবতে পারা জরুরি। আর ক্রিকেটের ক্ষেত্রে বলতে পারি একজন নেতাকে ১০ থেকে ১৫ ওভার পর কী হতে পারে, সেটা অনুমান করা।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল সংগ্রহশালার উদ্বোধনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, একনজরে লাল-হলুদের কিছু মুহূর্ত