ভালো নেই কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই মুহূর্তে আইসিইউ-তে (ICU) লাইফ সাপোর্টে রাখা হয়েছে অভিনেতাকে। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বলেই জানাচ্ছেন ডাক্তারেরা।

গত ১০ই অগাস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রাজু শ্রীবাস্তবের অবস্থার অবনতি ঘটেছে। আপাতত অতি সংকট জনক তিনি। মস্তিষ্কে সেভাবে অক্সিজেন যাচ্ছে না। কার্যত ব্রেনডেথের (Brain death) পরিস্থিতি তৈরি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাঁর জ্ঞান আসেনি। চিন্তায় তাঁর পরিবার। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন- প্রয়াত সাংবাদিক সোমা মুখোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর






































































































































