সেম সাইড গোল খেলো বিজেপি! নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির, তখনই প্রকাশ্যে এলো রাজ্য বিজেপির (BJP) সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর (Amitabha Chakraborty) সঙ্গে বীরভূমের আর এক বিজেপি নেতা সুমিত মণ্ডলের (Sumit Mondal) ছবি। ‘ভুয়ো’ শিক্ষক হিসেবে তিনিও অভিযুক্ত।
আরও পড়ুন:টাকা উদ্ধারকাণ্ডে ঝাড়খণ্ডের অভিযুক্ত ৩ বিধায়ককে অন্তর্বর্তীকালীন শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হাইকোর্টের
বীরভূমের যে ৬ জনে বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সবাইকে সশরীরে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তালিকায় রয়েছেন সুমিত মণ্ডলও। বিভিন্ন দুর্নীতি নিয়ে শাসকদলের দিকে আঙুল তোলে গেরুয়া শিবির। তাদের বড়-মেজ-ছোট নেতারা মাঝেমাঝেই সদর কার্যালয় মুরলীধর সেন লেনের সামনে কিছুটা হেঁটে প্রতিবাদ দেখান। কিন্তু বিজেপিরই প্রথম সারির নেতা অমিতাভ চক্রবর্তী সঙ্গে এই সুমিত মণ্ডলের ছবি ভাইরাল। এবার কী বলবেন বিজেপি নেতৃত্ব? প্রতিক্রিয়া দিতে চাইছেন না তাঁরা।
আর এখানে উঠে আসছে আরও এক আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব। সেভবেঙ্গলবিজেপি-র পক্ষ থেকে অমিতাভর সঙ্গে সুমিতের ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। কারণ সুমিত মণ্ডল সম্পর্কে তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ভাই। পোস্টে দাবি করা হয়েছে, মুখে যাই বলুন না কেন বিজেপির অনেক নেতাই তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংগঠনের ক্ষতি হচ্ছে। ‘সর্ষের মধ্যে ভূত’ বলে তীব্র কটাক্ষ করে অমিতাভ চক্রবর্তীরা দল বিক্রি করে দিচ্ছেন বলেও টুইটার পোস্টে অভিযোগ তোলা হয়েছে।
ছবি ভাইরাল নিয়ে এবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সিপিআইএমও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম থেকে শুরু করে বিভিন্ন নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অমিতাভ চক্রবর্তী সঙ্গে সুমিত মণ্ডলের ছবি পোস্ট করে আক্রমণ শাণাচ্ছেন।