Corona Update : চিন্তা মুক্তি নেই, এক লাফে ফের বাড়ল করোনা

0
1

করোনা (Corona) গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, সংক্রমণ ছাড়াল ১২ হাজারের গণ্ডি । যদিও সক্রিয় রোগীর (Active case) সংখ্যা আগের থেকে অনেকটাই কম। আশা জাগিয়েছে সুস্থতার হার।

করোনা সংক্রমণ নিয়ে কমল না উদ্বেগ। বুধবার যে দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছিল ১০ হাজারের নিচে। আজ বৃহস্পতিবার ফের তা ঊর্ধ্বমুখী। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান (Health and Family Welfare) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। অ্যাকটিভ কেস বেশ কিছুটা নিম্নমুখী। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৩৪৩। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ২৫১ জন। রাজধানীতে এখনও ঊর্ধ্বমুখী সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, বুস্টার ডোজের (Booster Dose) সময়সীমা বাড়ান হয়েছে। এর আগে ১৫ অগাস্ট পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজের ঘোষণা করা হয়েছিল। এবার সেই সময়সীমা আরও বাড়ল। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্তই নিখরচায় করোনার প্রিকশন ডোজ পাওয়া যাবে বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ২০৮ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।