স্বাধীনতা দিবসকে প্রজাতন্ত্র দিবস বললেন বিজেপি সাংসদ

0
1

সদ্য ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তিতে মেতে উঠেছিল দেশ। আর এইদিনটিকেই প্রজাতন্ত্র দিবস বলে ব্যাখ্যা করলেন রাজস্থানের বিজেপি সাংসদ। যা রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ফের রাজস্থানে অমানবিক চিত্র! প্রকাশ্যে শিক্ষিকার গায়ে আগুন, অধরা অভিযুক্ত

রাজস্থানের ভরতপুরের বিজেপি সাংসদ রাজনীতা হোমচণ্ডী কোলি। স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় এক স্কুলে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছিল তাঁকে। আর সেখানে ভাষণ দিতে উঠেই যত বিপত্তি।

বক্তৃতার শুরুতেই তিনি বলেন, ‘আজ, প্রজাতন্ত্র দিবস। এই দিনই আমরা সংবিধান পেয়েছিলাম।’ এরপরই পাশে বসা শিক্ষিককে একটু অস্বস্তিতে পড়তে দেখা যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিজেপি সাংসদের এই ভাষণ। এমনকি অনেকেই বলতে শুরু করেন, ‘২৬ জানুয়ারির স্ক্রিপ্ট মুখস্থ করে এসেছিলেন। আর সেটাই ১৫ আগস্ট আউরে দিয়েছেন।’

যদি সাংসদের এই ভাষণে কোনও শিক্ষককে উঠে দাঁড়িয়ে তাঁকে শুধরে দেওয়ার সাহস দেখাননি। সকলেই চুপচাপ সাংসদের ভুল তথ্য শুনছেন। এমনকি হাততালিও দিয়েছেন।