ঝুলে রইল ভারতীয় ফুটবলের (Indian Football) ভাগ্য। স্থগিত সুপ্রিম কোর্টের শুনানি, পরবর্তী শুনানি ২২ আগস্ট। সোমবার মধ্যরাতে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা (FIFA)। মধ্যরাতে প্রেস বিবৃতি দিয়ে ফিফা জানিয়ে দিয়েছে, তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্ট) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। সঙ্কটে ভারতীয় ফুটবল। সেই সঙ্কট মেটাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা। বুধবার ছিল সেই শুনানি। সেই শুনানি স্থগিত হয়ে গিয়েছে। পরবর্তী শুনানি ২২ আগস্ট।

আরও পড়ুন: অধিনায়কত্ব নয়, বরং দলের হয়ে ভালো খেলতেই মরিয়া ধাওয়ান
বুধবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, “সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবারই ফিফার সঙ্গে দু’বার কথা বলেছে তারা। জানা যাচ্ছে বরফ কিছুটা গলেছে। কেন্দ্র আশাবাদী, খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে। আর সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পরে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে দেয়। সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা।
এদিন শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এআইএফএফের উপর থেকে কীভাবে নির্বাসন উঠবে! সেটা দেখার। কারণ, এআইএফএফ নির্বাসিত হওয়ার পরে ভারতে মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সলিসিটর জেনারেলের বক্তব্যে সন্তুষ্ট বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রের কথায় মনে হচ্ছে তারা সঠিক পথেই সব কিছু এগোচ্ছে। সমস্যা সমাধানে কেন্দ্রকে আরও কয়েক দিন সময় দেওয়া উচিত বলে মনে করছেন তারা।







 
 
 
 
 
































































































































