কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত ২০, আহত ৬০

0
11

ফের রক্তাক্ত কাবুল। কাবুলের মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ। কাবুলের খেইর খানা এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে।  বিস্ফোরণ কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। পুলিশ জানিয়েছে, সান্ধ্য প্রার্থনার সময় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- নির্ভয়ে শান্তিতে বাঁচার অধিকার ফিরিয়ে দাও আমায়: দোষীদের মুক্তির পর আর্জি বিলকিস বানোর

যদিও বেসরকারি সূত্র বলছে, হতাহতের সংখ্যা আরও অনেকটাই বেশি। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, বিস্ফোরণের আওয়াজ বহুদূর পর্যন্ত শোনা গিয়েছে। একেবারে মসজিদের ভিতরে এই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।