অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)ও তাঁর পরিবারের নামে ১৬ কোটি ৯৭ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (FD)বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে জেরা করছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফত জানা যায়,এই বিশাল অঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) শুধুমাত্র অনুব্রত মণ্ডলের একার নয়, এতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)সহ তাঁর ঘনিষ্ঠদের নামে রয়েছে। ইতিমধ্যেই সেই ফিক্সড ডিপোজিট ফ্রিজ করে বাজেয়াপ্ত করেছে সিবিআই।
অনুব্রত মণ্ডল বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। তাঁকে দফায় দফায় জেরা করছে সিবিআই। কোথায় কত সম্পত্তি আছে তা জানতে তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছেন সিবিআই এর আধিকারিকেরা। তার মধ্যেই তদন্তকারী অফিসারদের হাতে এল অনুব্রতর ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নথি। এর আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের বিশাল অঙ্কের সম্পত্তির খোঁজ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। যাঁদের নাম রয়েছে এই ফিক্সড ডিপোজিটগুলি তাঁদের আগামী কয়েকদিনের মধ্যে ডেকে প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর।












 

































































































































