উন্নয়ন হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাসিন্দারা। তাও ইভিএমে তার প্রতিফলন হচ্ছে না। সেই কারণেই উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তরের সব জেলা নেতৃত্বের সঙ্গে কলকাতায় দফায় দফায় বৈঠকের পরে এবার ২দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। সেপ্টেম্বরের ৯-১০ তারিখ ডুয়ার্সে (Duars) যাবেন অভিষেক। চা বাগানের শ্রমিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

শ্রমিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির চা বাগানে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে সভাস্থল এখনও চূড়ান্ত হয়নি। চা শ্রমিকদের সংগঠিত করার কাজ শুরু হবে বলে তৃণমূল সূত্রে খবর।

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল হয়নি তৃণমূলের। উল্টে জমি শক্ত করেছিল বিজেপি। বিধানসভা ভোটেও একাধিক জেলায় গেরুয়া হাওয়া। সেই কারণে শুধু পঞ্চায়েত ভোট নয়, আগামী লোকসভা ভোট নিয়েও এখন থেকেই কোমর বাঁধছে তৃণমূল। আলিপুরদুয়ারের চা-বাগান, শ্রমিক বস্তি, আদিবাসী এলাকাতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। ১০ সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার শ্রমিক সম্মেলন। সেই সম্মেলনে অভিষেক থাকছেন বলে দলীয় সূত্রে খবর। উত্তরবঙ্গ সফরের মধ্যে দার্জিলিঙেও যেতে পারেন তিনি।
আরও পড়ুন- সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টার






































































































































