জম্মুতে একই পরিবারের ৬ সদস্যের রহস্যমৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর তিন সন্তান এবং দুই আত্মীয়। বাড়ির ভিতর থেকে ছ’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকেরা ওই ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে জম্মুর সিধরা এলাকায়।

আরও পড়ুন:মহারাষ্ট্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, আহত কমপক্ষে ৫০
পুলিশ সূত্রে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নাসিমা আখতার ও রুবিনা বানো ও ছেলে জাফর সলিম,নূর উল হাবিব এবং সাজিদ আহমেদ। দেহগুলি ময়নাতদন্তের জন্য জম্মুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।বাড়িটিকে সিল করে কীভাবে ওই ছয় সদস্যের মৃত্যু ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবারই জঙ্গিদের গুলিতে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয় জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে। কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়। জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন নিহত ওই কাশ্মীরি পণ্ডিতের পরিবারের আরেক সদস্য। স্বাধীনতার ৭৫তম পূর্তির ঠিক আগে থেকেই উপত্যকায় অশান্তি লেগেই রয়েছে। তবে এই ঘটনার নেপথ্যেও জঙ্গিদের হাত রয়েছে, তা জানার চেষ্টা চলছে।









































































































































