কী করলে উঠবে AIFF থেকে নির্বাসন? উত্তর দিয়েছে FIFA

0
1

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ( AIFF) অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসিত করেছে ফিফা (FIFA)। তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্টের) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে এআইএফএফকে। এরফলে সঙ্কটে ভারতীয় ফুটবল। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে উঠবে এই নির্বাসন? এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দিয়েছে ফিফা। মানতে হবে দুটি শর্ত। ব‍্যস তাহলেই আবার নিজের স্বমহিমায় ফিরবে এআইএফএফ। আর করতে পারবে বিশ্বকাপ আয়োজন। মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপে।

সোমবার মধ‍্যরাতে চিঠি পাঠিয়ে এআইএফএফকে নির্বাসিত করেছে ফিফা। এক্ষেত্রে এই নির্বাসন উঠতে দুটি শর্ত দিয়েছে ফিফা। এক, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। এবং দুই, সর্বভারতীয় ফুটবল সংস্থার হাতে পুরো দায়িত্ব তুলে দিতে হবে। আর এআইএফএফ-এর হাতে দায়িত্ব তুলে দিতে হলে করতে হবে নির্বাচন। অর্থাৎ নির্বাচন হলেই কেটে যাবে সব কালোমেঘ। যত তাড়াতাড়ি নির্বাচন করা যাবে, তত তাড়াতাড়ি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলে। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা।

ফিফা তাদের বিবৃতিতে জানিয়েছে, “এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকেই এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।”

আরও পড়ুন:নির্বাসিত AIFF, এএফসি কাপে খেলা অনিশ্চিত মোহনবাগানের, ক্ষুব্ধ বাগান সচিব