বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ RJD-র ১৬ বিধায়ক-সহ ৩১ জনের

0
3

আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয়া সমীকরণের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন জেডিইউ(JDU) নেতা নীতীশ কুমার(Nitish Kumar)। মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩১ জন বিধায়ক। মন্ত্রিসভার অংকে সর্বাধিক মন্ত্রী পদ পেল আরজেডি(RJD) দলের বিধায়করা।

এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের উপস্থিতিতে মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মহাজোটের ৩১ জন বিধায়ক। তাদের মধ্যে লালু প্রসাদের দল আরজেডি থেকে ১৬ জন বিধায়ক এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ নিয়েছেন তেজস্বী যাদবের ভাই তেজ প্রতাপও। মন্ত্রিসভায় কংগ্রেসকে দেওয়া হয়েছে ২ আসন। এবং জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন ১১ জন বিধায়ক। দলিত এবং মুসলিমদের কথা মাথায় রেখে হাম পার্টি এবং নির্দল বিধায়কদেরও মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীর নীতীশ কুমারকে এদিন ধন্যবাদ জানান জেডিইউ বিধায়ক লেসি সিং। একই সঙ্গে জানান, মানুষের স্বার্থে কাজ করবে নতুন জোট সরকার।

এদিকে মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিহার বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দীনেশ শর্মা জানিয়েছেন, “উত্তরপ্রদেশের কাকা-ভাইপোর মতো দশা হবে বিহার সরকারের। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের বানপ্রস্থ পর্ব শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরেই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে তাঁকে।”