স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মোদি ও মমতার

0
10

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এদিন দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সকালেই ট্যুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক পাচ্ছেন ১১ জন আইপিএস অফিসার

এদিন সকালেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি লেখেন, “দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।”

অন্যদিকে, স্বাধীনতা দিবসের সকালে ট্যুইট করে দেশবাসীকে  শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন তিনি টুইটে লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।”