স্বাধীনতা দিবসে সিপিআইএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করে নজির গড়লেন তৃণমূল বিধায়ক

0
1

আজ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস অনুষ্ঠান। ঠিক এই দিনে এক অনন্য নজির দেখা গেল বঙ্গে!রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সিপিআইএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক৷ পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের কিষান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে কী বললেন প্রধানমন্ত্রী ?

রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎই সিপিআইএম কর্মী সমর্থকরা বিধায়কের গাড়ি দাঁড় করান। এবং বিধায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেন কমিউনিস্ট পার্টির অফিসে। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘‘আজকের এই শুভ স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোনও ব্যাপারে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। আমি যেহেতু এই অঞ্চলের বিধায়ক তাই তাঁরা অনুরোধ করেন এবং সেই মোতাবেক আমি জাতীয় পতাকা উত্তোলন করি।’’

এ বিষয়ে আজমপুর সিপিআইএমের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান কাঞ্চন মুখোপাধ্যায় বললেন, ‘‘মাননীয় বিধায়ক আমাদের ঘরের মানুষ। এ বিষয়ে কোনও রাজনৈতিক রং দেওয়া উচিত নয় । তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা সকলে একত্রিত।’’