ফিরিয়ে আনা হোক সুভাষের চিতাভস্ম, স্বাধীনতা দিবসে আবেদন নেতাজী কন্যার

0
1

ভারত ও জাপান দুই দেশের সরকারের কাছে বারবার আবেদন জানানো হলেও, নেতাজির চিতাভস্ম ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি এখনো। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফেরানোর দাবিতে সরব হলেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। অনিতার মতে, নেতাজির মৃত্যু নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করার জন্য এটাই একমাত্র উপায়।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে দেশ যখন অমৃত মহোৎসব পালন করছে সেই সময় অনিতা বসু জানান, “ভারতের স্বাধীনতা দেখে যেতে পারেননি নেতাজি। কিন্তু তাঁর দেহাবশেষ যদি ভারতে ফিরিয়ে আনা হয়, সেটাই হবে তাঁর প্রতি বর্তমান জনতার শ্রদ্ধার্ঘ্য।” ভারত ও জাপান দুই দেশের প্রসঙ্গ তুলেই তিনি বলেন, “আমার মনে হয় ভারত সরকার এবং জাপান সরকার এই বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার ফলে সময় নষ্ট করছে দু’দেশের সরকার। নেতাজিকে নিয়ে দুই দেশ একটু অস্বস্তিতে রয়েছে।”

এই চিতাভস্ম ফেরানো কতটা জরুরি তার ইঙ্গিত দিয়ে নেতাজি কন্যা বলেন, “আধুনিক প্রযুক্তিতে অনেক উন্নতি হয়েছে। তার ফলে চিতাভস্ম থেকেঅ ডিএনএ বের করে এনে পরীক্ষা করা যায়। যাঁরা মনে করেন, জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম আসলে নেতাজির নয়, তাঁদের ভুল ভাঙা যেতে পারে।” রেনকোজি মন্দিরের পুরোহিত এবং জাপান সরকার যে ইতিমধ্যে এই চিতাভস্ম নতুন করে পরীক্ষা করাতে রাজি হয়েছেন সেকথাও উল্লেখ করেন তিনি।