শনিবারই কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) অংশগ্রহণ করা ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে ২২টি সোনা-সহ ৬১টি পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। শনিবার তাঁদের সঙ্গে দেখা করে সম্মান জানান মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুশি নিখাত জারিন, হিমা দাস, মীরাবাই চানু, লক্ষ্য সেন, হরমনপ্রীত কৌররা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রত্যেকেই নিজেদের মতো করে কোনও না কোনও উপহার দিয়েছেন তাঁকে। আর পরে সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান নিখাত জারিন, মীরাবাই চানু হিমা দাসরা।
২০২২ কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনা জিতেছেন নিখাত জারিন। প্রধানমন্ত্রীর হাতে এক জোড়া বক্সিং গ্লাভস তুলে দেন তিনি। এই নিয়ে টুইটারে নিখাত জারিন লেখেন, “সমস্ত বক্সারদের সই করা গ্লাভস প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পেরে আমি আপ্লুত। দেশকে গর্বিত করা সতীর্থ ক্রীড়াবিদদের সঙ্গে একটা দারুণ দিন কাটালাম।”
Honoured to gift the boxing gloves signed by all the pugilists to our honorable Prime Minister @narendramodi sir. Thank you for this amazing opportunity.🙏
A great day spent with my fellow athletes who have made the country proud. 🇮🇳 pic.twitter.com/A0YtlOujUA
— Nikhat Zareen (@nikhat_zareen) August 14, 2022
২০২২ কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে সোনা জিতেছেন লক্ষ্য সেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে লিখেছেন,” আমাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যকে সম্মান জানানো এবং উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী।”
What a great day for all the Athletes #gratitude
Thank you so much Sir for appreciating our hard work and for your words of encouragement.
We are all very grateful for your support.
🙏🏻🇮🇳
Will continue to make our nation proud. Jai Hind! https://t.co/kjhLZkSgg7— Lakshya Sen (@lakshya_sen) August 13, 2022
স্প্রিন্টার হিমা দাস পদক পাননি কমনওয়েলথ গেমস। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর রাজ্য অসমের বিখ্যাত গামছা তুলে দেন। সঙ্গে লেখেন, “প্রধানমন্ত্রীর থেকে আশীর্বাদ পেয়ে গর্বিত। তাঁর হাতে অসমের সমস্ত মানুষের তরফে থেকে গামছা তুলে দিলাম।”
Elated to receive blessings from our honourable Prime Minister – Shri @narendramodi Ji, by virtue of Commonwealth Games 2022 🙏🏻🇮🇳
Fortunate to have presented him with our traditional gamcha, wrapped with immense gratitude from all of Assam 😇@narendramodi pic.twitter.com/Q5tZvNd0M9— Hima Das (@HimaDas8) August 14, 2022
আরও পড়ুন:বৃষ্টির জন্য ভেস্তে গেল এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির প্রস্তুতি ম্যাচ