‘পাক অধিকৃত কাশ্মীর’কে ‘আজাদ’ লিখে বিতর্কে জড়ালেন সিপিআইএম বিধায়ক কেটি জলিল

0
1

স্বাধীনতা দিবসের আগেই কাশ্মীর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরালার এক সিপিআইএম (CPIM) বিধায়ক। ‘পাক অধিকৃত কাশ্মীর’-কে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) হিসেবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় (Ssocial Media) পোস্ট করেন কে টি জলিল (KT Jaleel)। কেরালার প্রাক্তন এই মন্ত্রী সম্প্রতি ফেসবুকে ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে একটি পোস্ট করেন। অভিযোগ, সেই পোস্টে কেবলমাত্র ভারতীয় সেনাবাহিনীর সমালোচনাই নয়, ‘আজাদ কাশ্মীর’ শব্দটিও উল্লেখ করেন।

নিজের ফেসবুকে কেরালার প্রাক্তন মন্ত্রী কেটি জলিল লেখেন, কাশ্মীর (Kashmir) মোটেই উজ্জ্বল নয়। উপত্যকার সর্বত্রই ভারতীয় সেনা রয়েছে। পুলিশকর্মীরাও কাঁধে বন্দুক নিয়ে ঘোরেন। সেনাবাহিনীর পোশাকের রংই এখন কাশ্মীরের রং হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ১০০ মিটারে তাদের দেখতে পাওয়া যায়। কাশ্মীরিদের দেখলে মনে হয় তারা হাসতে ভুলে গিয়েছেন। এরপরই ৩৭০ ধারার (Article 370) কথা উল্লেখ করে কেটি জলিল বলেন, উপত্যকাবাসী মোদি সরকারের এই সিদ্ধান্তে একদমই খুশি নয়। এরপরই তিনি লিখেছেন, পাকিস্তান সংলগ্ন কাশ্মীরের অংশটি ‘আজাদ কাশ্মীর’ হিসেবেই পরিচিত। এছাড়াও জম্মু ও কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়। রাতারাতি নিজের ফেসবুক পোস্টটি এডিট করে নেন কেটি জলিল। ‘আজাদ কাশ্মীর’ শব্দটির পরিবর্তে ‘পাক অধিকৃত কাশ্মীর’ শব্দটি লেখেন তিনি। যদিও এরপর বিতর্ক থামেনি। শনিবার নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দেন কেরালার বিতর্কিত নেতা। তিনি বলেন, যাঁরা আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে তাঁদের প্রতি করুণা হচ্ছে। তাঁরা ঊর্ধ্ব কমা দেওয়া আজাদ কাশ্মীর শব্দটির অর্থ বুঝতে পারছেন না। যদিও ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তার জবাব এখনও মেলেনি।

তবে কেটি জলিলের মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রথম মুসলিম লিগ এবং তারপর দলবদল করে সিপিআইএমে যোগ দিয়েছিলেন কেটি জলিল। ফলে তিনি পাকিস্তানের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক।