মিশরের রাজধানীতে গির্জায় আগুন, মৃত ৪১

0
2

ছুটির দিনে প্রার্থনার জন্য গির্জায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। কিন্তু কে জানত, প্রার্থনায় জীবনে কাল হয়ে দাঁড়াবে!প্রার্থনা চলাকালীনই আচমকা গির্জায় আগুন লেগে যায়। তাতে প্রাণ হারান ৪১ জন । আহত বহু। ঘটনাটি ঘটেছে মিশরের রাজধানী কায়রোয়।

আরও পড়ুন:লগ্নির কী স্ট্র্যাটেজি মেনে চলতেন রাকেশ ঝুনঝুনওয়ালা

কায়রোর উত্তর পশ্চিমে কপটকদের ওই গির্জা। নাম আবু সিফিন। কায়রোর ওই এলাকায় শ্রমিক শ্রেণির লোকেরাই বসবাস করে। এদিন প্রার্থনার সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয়রা। আগুন লাগার খবর পেতেই গির্জায় পৌঁছয় দমকল। নিয়ন্ত্রণে আনে আগুন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ প্রসঙ্গে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি বলেন,  ‘সরকারের সব বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছি।’