Srabanti Chatterjee: টলিউড নায়িকার জন্মদিনে অরিজিতের গান দিয়ে শুভেচ্ছা প্রেমিক অভিরূপের

0
2

এক জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার সুবাদে বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) প্রায় সবসময়ই সংবাদের শিরোনামে। তাঁর জন্মদিনে (birthday) বর্তমান প্রেমিকের শুভেচ্ছা বার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) কমেন্টসের বন্যা। শুধুমাত্র কথায় নয়, একেবারে সিনেমার গান দিয়ে প্রেমিকার জন্মদিনটিকে স্পেশাল করে তুললেন শ্রাবন্তীর প্রেমিক- ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী (Abhirup Nag Chowdhury)।

আজ ১৩ অগাস্ট, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ফিল্মি কেরিয়ার যেমনই হোক না কেন ব্যক্তিগত জীবনের জন্য সবসময় চর্চায় থাকেন টলিউডের এই অভিনেত্রী। মধ্যরাত থেকেই তাঁর অনুগামীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া পেজ। এই তালিকায় বাদ পড়েননি শ্রাবন্তীর বিশেষ বন্ধুও। সমুদ্র সৈকতে তোলা শ্রাবন্তীর একটি ছবির শেয়ার করেছেন অভিরূপ নিজের ইনস্টাগ্রাম পেজে। ছবির নেপথ্যে বাজছে, বলিউড ছবি ‘জব হ্যারি মেট সেজল’ এর জনপ্রিয় গান ‘সফর’। অরিজিৎ সিং এর গাওয়া এই জনপ্রিয় গানটি দিয়েই স্পেশাল মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিরূপ। সঙ্গে লিখেছেন, “শুভ জন্মদিন…আরও এগিয়ে যাও এবং উজ্জ্বল ভবিষ্যৎ হোক…তোমার বড় ফ্যান।” শ্রাবন্তী আর অভিরূপের সম্পর্কের গোপনীয়তা ধীরে ধীরে আলগা করছেন দুজনেই। এমন শুভেচ্ছা বার্তা পাওয়া মাত্রই শ্রাবন্তী লিখেছেন, “অনেক ধন্যবাদ মিস্টার ফ্যান…” । আপাতত এই মিষ্টি কথাবার্তার ঝলকেই মজেছেন শ্রাবন্তীর অনুরাগীরা।