শনিবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) অংশ নেওয়া ভারতীয় দলের (India) ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান মোদি। বার্মিংহামে অনুষ্ঠিত ২০২২ কমনওয়েলথ গেমসে ভারত ৬১টি পদক জিতেছে। এদিন খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশ প্রতিটি খেলোয়াড়ের জন্য গর্বিত।
Some more glimpses from the memorable interaction with India's athletes, who have made us proud at the 2022 CWG. pic.twitter.com/hRlTFJDVru
— Narendra Modi (@narendramodi) August 13, 2022
এদিন নরেন্দ্র মোদি বলেন, “আপনারা পরিবারের সদস্য হিসাবে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আপনাদের প্রতিটি সাফল্যে আমি খুব গর্বিত। দু’দিন পর দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করতে চলেছে, আপনাদের সকলের কঠোর পরিশ্রমে দেশ ৭৫তম স্বাধীনতা দিবস আরও রঙিন হয়ে উঠবে।”
এরপাশাপাশি প্রধানমন্ত্রী বলেন,”গোটা দেশ তোমাদের জন্য রাত জেগেছে। আমার পূর্ণ আস্থা ছিল আপনারা জিতে ফিরবেন। সেই সময়ই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অবশ্যই আপনাদের সঙ্গে বিজয় উৎসব পালন করব। কোটি কোটি ভারতীয় আপনাদের খেলা দেখার জন্য অপেক্ষায় ছিল। কমনওয়েলথে আমরা অনেক পদক জিতেছি। ৩১ জন খেলোয়াড় এমন রয়েছেন যারা প্রথমবার কমনওয়েলথে অংশ নিয়েই পদক জিতেছে। ক্রীড়াক্ষেত্রে ভারতের স্বর্ণযুগ দরজায় কড়া নাড়ছে।”
Interacted with India's contingent at the 2022 CWG. pic.twitter.com/oCdeiE4lp5
— Narendra Modi (@narendramodi) August 13, 2022
মোদি আরও বলেন,” আমরা কেবল সেই ক্রীড়ায় ভালো করছি না যেখানে আমরা শক্তিশালী, বরং নতুন কিছু খেলাতেও আমরা দাগ কাটছি। হকিতে আমরা আমাদের ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টা করছি। গতবারের থেকে, আমরা চারটি নতুন খেলায় পদক জিতেছি। লন বল থেকে শুরু করে অ্যাথলেটিক্সে, আমাদের পারফরম্যান্স অসাধারণ ছিল। এই পারফর্মেন্স তরুণ সমাজকে নতুন খেলায় আসতে আগ্রহী করবে। আমাদের নতুন নতুন খেলায় পারফরম্যান্সে আরও ভালো করতে হবে।”
সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমস ২০২২-এর পদক তালিকায় ভারত চার নম্বরে ছিল। ভারত ২২টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ৬১টি পদক জিতেছে।
আরও পড়ুন:দুষ্কৃতিদের হাতে নিজের দেশেই আক্রান্ত হলেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স