শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

0
1

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বসছে মন্ত্রিসভার বৈঠক। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজ্য সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্যের আইন দফতর। অর্থ দফতরের সম্মতিও মিলেছে। মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার বিষয়টি অনুমোদন হয়ে গেলেই রাজ্যে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।

রাজ্যের প্রধান শিক্ষকের প্রায় আড়াই হাজার শূন্য পদে রয়েছে বলে স্কুল শিক্ষা দফতরের তরফে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court ) হয়েছে। সেই পদগুলিতেই নিয়োগের তৎপর রাজ্য। স্কুল ভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে তা এসএসসিতে পাঠিয়ে দেবে বলেই সূত্রের খবর। মন্ত্রিসভার অনুমোদন পেলে সেপ্টেম্বর মাসের প্রথমেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে SSC।

পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে নয়া নিয়োগের ক্ষেত্রেও বিধি প্রায় প্রস্তুত। সেই নিয়োগের বিধিও খুব শীঘ্রই রাজ্যের আইন দফতরকে পাঠানো হবে।

প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু রদবদল আনা হয়েছে নিয়মে। সূত্রের খবর,
• প্রধান শিক্ষক পদের জন্য মোট ১০০ নম্বরের হবে পরীক্ষা।
• ৯০ নম্বর হবে লিখিত।
• ১০ নম্বরের হবে ইন্টারভিউ।
• লিখিত পরীক্ষা পুরো নেওয়া হবে ওএমআর শিটে।

এসএসসি সূত্রে খবর সেক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাটার্ন কী হবে তা বিজ্ঞপ্তি জারির পর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি, ইন্টারভিউ এবং উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন:সতীশ কুমারের আমলে সব থেকে বেশি গরুপাচার! তদন্তে নজরে অনুব্রতর সম্পত্তি