Lionel Messi: দীর্ঘ ১৮ বছরে প্রথমবার, ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় নাম নেই মেসির

0
1

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। দীর্ঘ ১৮ বছরে এই প্রথমবার। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর (Ballon d’or) জয়ী লিওনেল মেসি জায়গা পেলেন না ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায়। শুক্রবার রাতে প্যারিসের দফতর থেকে বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা ৩০ জন ফুটবলারের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তাতে নাম নেই পিএসজির তারকার। ২০০৫ সালের পর এই প্রথমবার, যেখানে নাম নেই আর্জেন্তাইন সুপারস্টারের। তবে একা মেসি নন, বাছাই করা ৩০ জন ফুটবলারের তালিকায় নাম নেই নেইমারেরও। যদিও ব‍্যালন ডি’অরের ৩০ জন ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গত মরশুমে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পিএসজিতে এসে নিজের সেরা পারফরম্যান্স এখনও পযর্ন্ত দেখাতে পারেননি লিও। তারকাখচিত পিএসজি দলের হয়ে মাত্র ১১টি গোল করেছিলেন মেসি, যদিও ১৪টি অ্যাসিস্ট করেছিলেন।

এখনও পযর্ন্ত সব থেকে বেশি ৭ বার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। গতবছরও সেরার ট্রফি উঠেছে তাঁর হাতেই। দীর্ঘ ১৮ বছর পরে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন মেসি। ২০০৫ সাল থেকে গতবছর পর্যন্ত টানা বাছাই করা ৩০ জনে নাম থাকত মেসির।

আরও পড়ুন:Emami EastBengal: শনিবার শহরে পা রাখলেন লাল-হলুদের নতুন বিদেশি চারালামবস কিরিয়াকু