অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়ি গিয়ে দেখা এবং সাদা কাগজে প্রেসক্রিপশন, এরপরে সংবাদমাধ্যমে নিজের বিবৃতি- গত কয়েকদিনে সংবাদমাধ্যমে বহুচর্চিত নাম ডা: চন্দ্রনাথ অধিকারী (Dr. Chandranath Adhikari)। দুবছর আগেই তিনি ‘মোদি সেনা’ প্রাইভেট গ্রুপে নাম লিখিয়েছেন। ‘মোদি সেনা’ নামে ওই ক্লোজড গ্রুপের সদস্য সত্তর হাজার ছশো জন। চন্দ্রনাথের ফেসবুক পোস্ট অনুযায়ী, বামপন্থীরা তাঁর চক্ষুশূল। NRC ইস্যুতেও পুরোপুরি মোদি-অমিত শাহকে সমর্থন জানিয়েছেন চন্দ্রনাথ। এই খবর প্রকাশ হওয়ার পরেই অবশ্য নিজের ফেসবুক পেজটি লক করেছেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা: চন্দ্রনাথ জানিয়েছেন, “ব্যক্তি আমি ও ডাক্তার আমি এক নয়”। তাঁর পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হওয়ার কারণেই তিনি ফেসবুক প্রোফাইল ‘লক’ করেছেন। চন্দ্রনাথের মতে, তাঁর রাজনৈতিক পরিচয় তিনি ভারতীয়।
SSKM হাসপাতাল ফেরানোর পরদিনই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়ি গিয়ে পরীক্ষা করে তাঁকে বেড রেস্টের পরামর্শ দেন বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এরপরই ১৮০ ডিগ্রি ঘুরে চিকিৎসক চন্দ্রনাথ করেন, জোর করে তাঁকে ওই কথা লিখিয়ে নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ ছিল, বোলপুর হাসপাতালের সুপার তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়। এবার চন্দ্রনাথের রাজনৈতিক পরিচয় এই বিতর্কে নয়া মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।