Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। এক’দুজন নয়, এক সঙ্গে পাঁচ বিদেশি ফুটবলার সই করাল লাল-হলুদ ক্লাব।চারালামবোস কিরিয়াকউ, ইভান গঞ্জালেজ, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা ও ইলিয়ান্দ্রোকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল।

২) ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। উদ্বোধনী ম‍্যাচে যুবভারতীতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ । মহামেডান স্পোর্টিং বনাম এফসি গোয়ার ম‍্যাচ দিয়ে শুরু হবে এই বছরের ডুরান্ড।

৩) ডুরান্ড কাপে নামার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে চলেছে এটিকে মোহনবাগান। ১৪ আগস্ট আইএসএল-এর ক্লাব চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল। মোহনবাগান মাঠে হবে এই ম্যাচ।

৪) সেপ্টেম্বরের শেষ দিকে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন ভারতীয় দল। সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ইগর স্টিমাচের দল।ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির থং নাত স্টেডিয়ামে খেলা হবে।

৫) জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের কোচ হয়ে যাচ্ছেন না রাহুল দ্রাবিড়। তাঁর বদলে ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসাবে দায়িত্ব সামলাতে দেখা যাবে। শুক্রবার বোর্ড সচিব জয় শাহ এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন:একসঙ্গে পাঁচ বিদেশিকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল