১১ হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এলো রাজ্যের কাছে

0
1

রাজ্যের (West Bengal) তিন জেলায় বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগারো হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। পশ্চিম মেদিনীপুরের শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার শিল্পদ্যোগীদের নিয়ে আয়োজিত সিনার্জি কনক্লেভে (Synergy Conclave) এই বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে নবান্ন (Nabanna)  থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। এর মধ্যে তিন জেলায় বৃহৎ শিল্পে আট হাজার ২০০ কোটি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দুই হাজার ৮৪০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে শিল্পদ্যোগীদের চার হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফরিদপুরে এক দশমিক আট একর জমির উপরে একটি গোল্ড হাব(Gold Hub) তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে। সব মিলিয়ে তিন জেলার ৫০০ জনেরও বেশি শিল্পোদ্যোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁদের ১০৯টি ছাড়পত্র দেওয়া হয়েছে।