ত্রিপুরায় অব্যাহত সন্ত্রাস, ইটের আঘাতে বিধায়ক সুদীপ রায়বর্মনের মাথা ফাটল

0
1

ত্রিপুরায় ভোট পরবর্তী বিজেপির সন্ত্রাস এখনও অব্যাহত । কখন তৃণমূলকে আক্রমণ, কখনও কংগ্রেস। একবার ফের আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন। ইটের আঘাতে মাথা ফেটে যায় তাঁর।আপাতত তিনি আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন । তাঁর অভিযোগ, হামলার সঙ্গে জড়িত সকলেই বিজেপির সমর্থক।

আরও পড়ুন: ‘পোশাক’ বিতর্কে সমালোচনার মুখে সেন্ট জেভিয়ার্স, উপাচার্যের পদত্যাগ চেয়ে অনলাইনে সই সংগ্রহ

পুলিশ অবশ্য এর কারণ হিসেবে কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছে। তাদের দাবি, পদযাত্রার অনুমতি ছিল না। অনুমতি না নিয়ে কংগ্রেস মিছিল করাতেই গোলমালের সূত্রপাত। এমনকী হামলার অভিযোগও অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, কংগ্রেস শান্ত ত্রিপুরাকে অশান্ত করতে চাইছে। বহিরাগতদের নিয়ে এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছে।
প্রসঙ্গত এর আগেও ত্রিপুরায় একাধিকবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের প্রতিনিধিরা। ভাঙচুর চালানো হয়েছে তাঁদের বাড়িতেও । তা প্রকাশ্যে এলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি গেরুয়া শিবিরের কাছে। এমনকী দোষীদের আড়াল করে ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে ত্রিপুরার বিজেপি সরকার।