ছুটি শেষেও কাজে যোগ দিলেন না বোলপুর হাসপাতালের সুপার, শুরু বিতর্ক

0
1

গত শনিবার থেকেই তিনি ছুটিতে ছিলেন। আজ শুক্রবারই কাজে যোগ দেওয়ার কথা ছিল বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Hospital Super) বুদ্ধদেব মুর্মুর। কিন্তু ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও  তিনি কাজে যোগ দিলেন না।বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)।

ছুটিতে থাকাকালীন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে তিনি নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়িতে গিয়ে চিকিৎসা করতে।তার নিরেদেশেই বোলপুর মহকুমা হাসপাতালের একদল চিকিৎসক অনুব্রত মন্ডলের বাড়ি যান। এরপরই বিস্ফোরক দাবি করেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তাঁকে সাদা কাগজে ‘বেড রেস্ট’ (Bed Rest) লিখে দেওয়ার কথা বলেছিলেন। বোলপুর মহকুমা হাসপাতালের সুপারও অনুব্রতর অনুরোধ অনুযায়ী সাদা কাগজে ‘বেড রেস্ট’  লিখে দিতে বলেন। চন্দ্রনাথের সেই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর চব্বিশ ঘন্টার মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রনাথ অধিকারীকে । তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।চিকিৎসক বলেন,  আমি একজন জেনারেল সার্জন ও একজন সরকারি কর্মচারী। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিনটেনডেন্টের নির্দেশ মানতে বাধ্য। ফলে আমাকে সুপার যা বলেছেন আমি সেই কাজ করেছি। আমি সুপারকে বলেছিলাম, অনুব্রতকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু উনি বলেছিলেন হাসপাতালে আনার দরকার নেই। বাড়িতে যান। প্রয়োজনে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখবেন।