India Team: নেতৃত্ব গেল ধাওয়ানের, জিম্বাবোয়ে সিরিজে অধিনায়ক রাহুল

0
1

জিম্বাবোয়ের( Zimbabwe) বিরুদ্ধে সিরিজে নামার আগে বড়বড় বদল ভারতীয় দলে (India)। সিরিজ শুরুর আগে অধিনায়কত্ব সরিয়ে দেওয়া শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। ধাওয়ানের পরিবর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। এমনটাই জানান হল বিসিসিআইয়ের (BCCI) তরফ থেকে। জানা যাচ্ছে, ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন রাহুল। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। এই সিরিজে রাহুলের ডেপুটি শিখর ধাওয়ান।

বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, “বোর্ডের মেডিক্যাল দল পরীক্ষা করে রাহুলকে খেলার অনুমতি দিয়েছে। তার পরে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বিবেচনা করে রাহুলকে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করেছে। শিখর ধাওয়ান ওর সহ-অধিনায়ক হিসাবে খেলবে।” রাহুল দলে ঢোকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৫ জনের বদলে ১৬ জন ক্রিকেটার খেলতে যাবেন।

একনজরে জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস