যদি এখনই লোকসভা নির্বাচন হয় তবে বাংলায় ফের মুখ পুড়বে। এমনটাই তথ্য প্রকাশের আনল India Today-র Mood of the Nation-এর রিপোর্ট। সংস্থার দাবি, নির্বাচন হলে অন্তত ৩৫টি আসন পাবে তৃণমূল। আর বিজেপি কপালে জুটবে মাত্র ৭।
একুশে নির্বাচনে বিজেপি গোহারা হারের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়েছে। চলছে শাসক দলের ভাবমূর্তি নষ্ট করার। যদিও তাতে যে বিশেষ কাজ হচ্ছে না সেদিন সেই রিপোর্টে প্রকাশ্যে চলে এলো। Mood of the Nationএর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলায় যদি এখনই নির্বাচন হয় সেক্ষেত্রে অন্তত ৩৫ টি আসন পাবে তৃণমূল। ২০১৯ লোকসভা নির্বাচনে যা ছিল মাত্র ২২। অন্যদিকে শেষ নির্বাচনে ১৮ টি আসন পাওয়া বিজেপির কপালে জুটবে মাত্র ৭ টি আসন। শুধু তাই নয় শেষবার দুটি আসনে জয়লাভ করা কংগ্রেসের কোন আসন পাওয়ার সম্ভাবনাই নেই।
শুধু বঙ্গ নয়, এখনই নির্বাচন হলে অন্যান্য একাধিক রাজ্যেও হাল বেহাল হতে চলেছে বিজেপির। মহারাষ্ট্র এবং বিহারেও বিজেপির আসন সংখ্যা ব্যাপকভাবে কমছে বলে দাবি করা হয়েছে সমিক্ষায়। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না দেশজুড়ে ভয়াবহ মূল্যবৃদ্ধি ও জনবিরোধী নীতির জেরে বিজেপির পালের হাওয়া উল্টো দিকে বইতে শুরু করেছে।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করলে কী হবে? জানালেন বিজেপি নেতা