স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় ফের জঙ্গি হানায় বলি পরিযায়ী শ্রমিক

0
2

স্বাধীনতা দিবসের আগে ফের অশান্ত উপত্যকা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে,তিনি বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের বান্দিপোড়া এলাকায়।  এই ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন:ফিরল লখিমপুরের স্মৃতি! গুজরাটে বিধায়কের জামাইয়ের গাড়ির ধাক্কায় মৃত ৬

পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের নাম মহম্মদ আমরেজ। তাঁর বাড়ি বিহারে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে রজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছিলেন তিন সেনা জওয়ান।তাৎপর্যপূর্ণভাবে তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আবারও জঙ্গিদের হানায় প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের।

প্রসঙ্গত, বুধবার উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী। পুলওয়ামায় উদ্ধার করা হয় ৩০ কেজি ওজনের বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতার দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো যায় ২০১৯ সালের ভয়াবহ জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কিন্তু পরপর দু’দিন জঙ্গি হামলায় ঘুম কেড়েছে প্রতিরক্ষামন্ত্রকের।